মোবাইলে ইন্টার্নেট ডেটা ছারাই ব্যাবহার করুন Google Map


নতুন একটা টিপস এ আপনাকে স্বাগতম।


আমরা বর্তমান সময়ে কম বেশি সবাই Google Map এর সাথে পরিচিত। কম বেশি সবাই এটি ব্যাবহার করে থাকি। কিন্তু এমন অনেক সময় আসে যখন আমারদের অনেকেরি মোবাইলে ইন্টারনেট ডেটা থাকে না বা নেটওয়র্ক থাকে না । তখন আমাদের প্রয়োজনীয় সময়ে প্রয়োজনীয় Location খুজে বের করা খুব কঠিন হয়ে পরে । আর তাই আমরা আজ জেন নিব কীভাবে মোবাইল ইন্টার্নেট ডেটা ছারাই Google Map ব্যাবহার করবঃ

১/ প্রথমে Google Map Application এ প্রবেশ করি এবং Profile Icon এ Click করি,




২/ Offline Maps এ Click করি,




৩/ SELECT YOUR OWN MAP এ Click করি,


৪/ Maps এর যে অংশ আপনি Offline এ ব্যাবহার করতে চান সেই অংশ Select করুন এবং Download এ Click করুন,



৫/ Download সম্পন্ন হলে আপনি Maps এ Select করা অংশ Offline এ ব্যাবহার করতে পারবেন।



বিঃদ্রঃ এই  ব্লগে যদি কোন ভুল ত্রুটি থাকে তবে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। চাইলে মন্তব্য পাঠাতে পারেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CA Firm ranking According to Bangladesh Bank

খুব সহজেই তৈরি করুন Multiple Bootable Pen-Drive Ventoy App দিয়ে