খুব সহজেই তৈরি করুন Multiple Bootable Pen-Drive Ventoy App দিয়ে

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন।


আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে Multiple Bootable Pen-drive তৈরি করা চলুন শুরু করা যাক__


১। প্রথমে Ventoy App Downloads করে নিতে হবে। Download Link নিচে দেওয়া হলোঃ 




২। আপনার কাছে থাকা Pen-drive টি Plugin করে নিন। 

৩। এবার Download কৃত ventoy app টি Open করুন।




 ৪। Install লেখার উপর Click করুন।



 ৫। Yes লেখার উপর Click করুন।  


৬। সব কিছু Ok হলে এবার আপনার OS file গুলো Copy করে Pen-drive এ Paste করে দিন।  



৭। আপনার কাজ Complete. এবার Operating System Install করলে Boot Option এ আপনার Pen-drive Select করুন। 

৮। আপনার কাঙ্ক্ষিত OS টি Select করুন।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

CA Firm ranking According to Bangladesh Bank