কভার লেটার কি? উদাহরন সহ কভার লেটার তৈরী করবেন যেভাবে____
ক ভা র লেটার তৈরি করার প্রয়োজনীয়তা এখন আর কোন চাকরিপ্রার্থীকে বলার প্রয়োজন নেই। কারণ, সব চাকরিপ্রার্থীই জানেন যে, একটি আদর্শ সিভির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কভার লেটার। চাকরিতে আবেদনের জন্য আপনার CV অর্থাৎ Curriculum Vitae যেমন অপরিহার্য, তেমনি আপনার সিভিটিকে পরিপূর্ন করতে সিভির সাথে একটি আদর্শ মানের কভার লেটার যুক্ত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কভার লেটার ছাড়া আবেদনের উদ্দেশ্যে পাঠানো আপনার সিভিটি নিয়োগকর্তার কাছে পরিত্যাক্ত হিসেবে বিবেচিত হতে পারে। কারণ, একটা সম্ভাব্য চাকরির বিপরীতে চাকরিদাতাদের হাতে অসংখ্য সিভি পৌঁছে থাকে। আর কোন চাকরিদাতারই চাকরিপ্রার্থী সম্পর্কে জানার জন্যে তার সিভির সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার সময় নেই। চাকরিদাতারা তাই সংক্ষেপে কভার লেটারটি পড়ে নেন যা চাকরিপ্রার্থী সম্পর্কে তাদেরকে প্রয়োজনীয় ধারণাটি দিয়ে দেয়। তাই, চাকরির জন্যে যদি সিভি পাঠাতে হয়, তার সাথে কভার লেটার যুক্ত করতে যেন ভুল না হয়। চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই সহজে সিভি তৈরি করার উপায় জানেন। কিন্তু অনেকেই জানেন না যে, কভার লেটার কি অথবা কিভাবে লিখবেন। বিশেষ করে যারা সদ্য পড়াশোনা শেষ ক...